দেশজুড়ে

রাসেলের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে ‘দাদনের টাকায় পরীক্ষায় অংশ নিয়ে মেডিকেলে চান্স পেল রাসেল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে রায়হানুল বারী রাসেলের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। রাসেলের মেডিকেল কলেজে ভর্তি এবং আনুষঙ্গিক প্রয়োজন মেটানোর জন্য এই চেক হস্তান্তর করা হয়।এসময় লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান মেডিকেলে চান্স পাওয়া রায়হানুল বারী রাসেলের বাবা সাফিউল ইসলামকে সরকারি খাসজমি প্রদানের আশ্বাস দেন।চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাইল আলম সরকার, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান।এদিকে সংবাদ প্রকাশের পর হাতীবান্ধা উপজেলার কমিউনিটি হেল্প প্রোভাইডার (সিএইচসিপি) ও আর বি ট্রেডার্সের পরিচালক রফিকুল ইসলাম নিজ ফান্ড থেকে অদম্য মেধাবী রায়হানুল বারী রাসেলের মেডিকেলে ভর্তির জন্য হাতীবান্ধা প্রাইম ব্যাংকের ১১ হাজার টাকার চেক রায়হানুল বারী রাসেল, তার বাবা সাফিউল ইসলাম ও মা রাফিয়া বেগমের হাতে তুলে দেন। অদম্য মেধাবী রাসেল মেডিকেলে চান্স পাওয়ায় তার পড়াশুনার জন্য অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন। প্রসঙ্গত, অভাব-অনটনের মাঝেও পড়াশোনা চালিয়ে একের পর এক সফলতা অর্জন করেছেন মেধাবী ছাত্র রায়হানুল বারী রাসেল। এবার তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এই সফলতায় রীতিমতো অবাক এলাকার মানুষ। রাসেল রংপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সারাদেশের মেধা তালিকায় ৫১৪তম স্থান দখল করেছেন। সে অনুযায়ী রাসেলের ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হবে। সে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের দিনমজুর সাফিউল ইসলামের ছেলে। রবিউল হাসান/এআরএ/পিআর