দেশজুড়ে

প্রতিবন্ধী শিশুর গলিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর জঙ্গল থেকে হিমু আকতার (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কে দরবগাজী পীর মাজারের পূর্বপাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার জামতলী গ্রামের হোসেন আলীর মেয়ে। পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (১২অক্টোবর) সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। দুইদিন আগে থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছে।ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।রবিউল এহসান রিপন/এফএ/এমএস