এএফসি কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার তাজিকিস্তানের এফসি খাইয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে পেশাদার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। খেলার ২২ মিনিটে তাজিকদের হয়ে ম্যাচের জয় সূচক গোলটি করেন রুস্তমভ হাসান। এই ম্যাচ হেরে যাওয়ায় এএফসি কাপের পরের পর্বে (প্রেসিডেন্টস কাপের প্লে-অফ) খেলা হলো না শেখ রাসেলের। জিততে পারলে আগামী ১৭ ফেব্রুয়ারি লেবাননের সালাম জাগার্তার বিপক্ষে খেলার সুযোগ পেত তারা। হেমন্ত, জাহিদ,এমিলিরা বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয়ায় তাদের রেখেই এএফসি কাপ মিশন শুরু করতে হয়েছে শেখ রাসেলকে। তারকা ফুটবলারের অনুপস্থিতিটাই শেষ পর্যন্ত কাল হলো ধানমণ্ডির ক্লাবটির জন্য। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছিল শেখ রাসেল। সেবার বাছাইপর্ব পেরিয়ে প্লে-অফ ম্যাচে খেলার সুযোগও পায় তারা। ওই প্লে-অফই এখন এএফসি কাপের বাছাই পর্ব নামে পরিচিত।এমআর/এমএস