দেশজুড়ে

ইলিশ মাছ ধরায় ২০ জেলের দণ্ড

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় রাজবাড়ী জেলা সদরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অাইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ২৩ জেলেকে অাটক করেছে। এ সময় ৫৩ কেজি ইলিশ ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়।রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে অন্তরমোড় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জব্দ করা ১ লাখ মিটার জাল ভস্মীভূত এবং মাছগুলো ভাজনচালা, সোনাকান্দর ও বিনোদপুর এতিমখানায় দেয়া হয়।অপরদিকে সকাল ১০টার দিকে দাদশী ইউপির বক্তারপুর থেকে ইলিশ মাছ বেচাকেনার সময় ২ জনকে অাটক করেছে পুলিশ।অাটক জেলেদের মধ্যে রাজবাড়ী ও পাবনাতে।সোমবার দুপুরে তাদের রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।এ সময় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার নুর মহল আশরাফি জানান, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে আটক ২০ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।রুবেলুর রহমান/এসএস/এমএস