দেশজুড়ে

পাবনায় ট্রাক-ভটভটির সংঘর্ষে নিহত ৪

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ট্রাক ও ইঞ্জিনচালিত একটি ভটভটির সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেড়া থেকে পাবনাগামী একটি ইঞ্জিনচালিত ভটভটি কাশিনাথপুরে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক ভটভটির ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজান নিহত হন। আহত হন আরও দশজন।পাবনা জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহম্মেদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনান্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।বিএ/আরআইপি