দেশজুড়ে

ফরিদপুরে ১১ জেলের কারাদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় ১১ জেলেকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাড়ে চার মণ ইলিশ ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া জানান, রোববার রাত ১১টা থেকে সোমবার ভোর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াইয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় সাড়ে চার মণ ইলিশ ও ১০ মণ কারেন্ট জালসহ ১১ জেলেকে আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।তরুন/এফএ/এবিএস