দেশজুড়ে

বান্দরবানে ফানুস উড়িয়ে পালিত হচ্ছে প্রবারণা উৎসব

বান্দরবানে ফানুস উড়িয়ে মারমা সম্প্রদায়ের প্রবারণা উৎসব পালিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠ ও রাজগুরু বৌদ্ধ বিহারে ফানুস উড়িয়ে মারমা সম্প্রদায়ের লোকজন প্রবারণা উৎসবের সূচনা করেন।মারমা সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার মধ্যরাত পর্যন্ত এ উৎসব চলবে। উৎসবে অন্যান্য কর্মসূচির মধ্যে আছে প্রতিটি বৌদ্ধবিহারে মোমবাতি প্রজ্বলন, ঘণ্টা বাজানো, পঞ্চমশীল অনুষ্ঠান, পূজা অর্চনা ও ধর্মীয় আলোচনা। তবে এ উৎসবের প্রধান আর্কষণ হচ্ছে ফানুস ওড়ানো।সন্ধ্যায় রাজগুরু বৌদ্ধবিহার ও স্থানীয় রাজার মাঠে দেখা গেছে, মারমা যুবক ও তরুণেরা ফানুস ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। আশপাশের এলাকা থেকে প্রচুর লোক এসেছে ফানুস ওড়ানোর মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে। প্রায় আধা ঘণ্টার প্রস্তুতির পর ফানুসের মুখে আগুন ধরিয়ে দিলে ফানুসটি আকাশে উড়ে যেতে থাকে। সবার অপলক চোখ তখন উড়ে যাওয়া ফানুসটির দিকে। উপস্থিত দর্শকদের হইহুল্লোরে এক আনন্দঘন পরিবেশ তখন বিরাজ করে।বান্দরবানের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা কি কিউ মার্মা জানান, এক সপ্তাহ আগে থেকেই মারমা সম্প্রদায়ের তরুণ-যুবকেরা ফানুস তৈরির কাজ শুরু করেন। এ বছর প্যারাসুট ফানুস, মালা ফানুস, লেস ফানুস বেশি তৈরি করা হয়েছে। একেকটি ফানুস তৈরি করতে ৩০০ থেকে এক হাজার টাকা খরচ হয়েছে।উৎসব উপলক্ষে প্রতিটি বৌদ্ধমন্দির সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। মন্দির ও বাড়িতে অতিথিদের কুকি, পাটিসাপটা, পাতা পিঠা, বিন্নি চালের সুস্বাদু পিঠা, বিশেষ ধরনের ক্ষীর ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।এদিকে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কো কো চিং মার্মা জানান, মধ্যরাতে রথ বিসর্জনের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটানো হবে।সৈকত দাশ/এমএএস/এবিএস