দেশজুড়ে

অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে নীলিমা ঘোষ (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নীলিমা ঘোষ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ফুটবল খেলোয়াড় শ্রী কালিপদ ঘোষের স্ত্রী ও চান্দাইকোনা কলেজছাত্র সংসদের সাবেক এজিএস অসিম ঘোষের মাতা। রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় নীলিমা ঘোষ তার ছেলে, ছেলের বই ও নাতনীকে নিয়ে চান্দাইকোনা থেকে অটোরিকশা যোগে তাদের আত্মীয় নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেবগঞ্জ বাজার এলাকায় পৌঁছে সিএনজি থেকে নামার পথে নীলিমা ঘোষ পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নীলিমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম।  এআরএ/পিআর