বরগুনা সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ওই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক মো. মোশারেফ হোসেনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরগুনা জেলা কৃষক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কৃষকবন্ধন কর্মসূচি পালিত হয়।কৃষকবন্ধন চলাকালীন এক সমাবেশে বক্তব্য রাখেন- বরগুনা জেলা কৃষক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এ কে আজাদ বাবলু, কৃষক নেতা আজমল হুদা মিঠু, রুহুল আমীন প্রমুখ।এর আগে গত ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মো. মোশারেফ হোসেনের দুর্নীতি নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই ওই কর্মকর্তার অপসারসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হয়ে ওঠে বরগুনা জেলা কৃষক আ্যাসোসিয়েশন।প্রসঙ্গত, বরগুনা সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মো. মোশারেফ হোসেন। গত এক বছরে জালিয়াতির মাধ্যমে ধান-চাল ও গম ক্রয় বিক্রয়ের অন্তরালে তিনি সরকারের এক কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বরগুনা জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী চলতি বছর জুন ও জুলাই মাসে ন্যায্য মূল্যে স্থানীয় কৃষকের কাছ থেকে ৫৯২ মে. টন বোরো ধান কেনে জেলার খাদ্য বিভাগ। অন্যদিকে, বরগুনার কৃষি বিভাগ ও জেলা কৃষক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বরগুনার একজন কৃষকের কাছ থেকেও ধান কেনেনি খাদ্য বিভাগ। সাইফুল ইসলাম মিরাজ/এসএস/এমএস