দেশজুড়ে

আক্কেলপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ

জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলার ভিকনি ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` দিলবর নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে আক্কেলপুরের ভিকনি সুসৃষ্টি গুচ্ছগ্রামের ওই ডাকাতকে গুরুতর আহত অবস্থায় রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।  আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গত রাত দেড়টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি এলাকায় টহলরত পুলিশের সিএনজির গতিরোধ করে হামলা করে একদল ডাকাত। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় দিলবর নামের ওই ডাকাতকে গ্রেফতারের পর জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে। পুলিশের দাবি তিনি হত্যা ও ডাকাতিসহ প্রায় এক ডজন মামলার আসামি। এ ঘটনায় ওবায়দুল ও বিধান নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এফএ/পিআর