লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের পিটিআই এলাকার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে যুবকটি মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে স্থানীয়রা।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের কলেজ রোডের পিটিআই মোড় এলাকায় একটি পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার মো. শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত চলছে। তবে যুবকটি মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। কাজল কায়েস/এসএস/এমএস