দেশজুড়ে

সিরাজগঞ্জে জামায়াতের ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পুলিশের উপর হামলা, পিকআপভ্যান ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি শাহীনুর আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল হাসান রাশেদসহ ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। আসামিদের মধ্যে আরো রয়েছেন- সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি শাহীনুর আলম, সহ-সেক্রেটারি জাহিদুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য আব্দুল আজিজ, সুরা সদস্য শামসুল আলম তালুকদার, সদর উপজেলার বহুলী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল হাসান রাশেদ প্রমুখ।জামায়াতের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন হাসু, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, অ্যাডভোকেট আবু তালেব আকন্দ, অ্যাডভোকেট মাসুদুর রহমান। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের জুলাই মাসে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আজমকে আমৃত্যু কারাদন্ণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের প্রতিবাদে ১৫ জুলাই দেশব্যাপী হরতালের ডাক দেয় জামায়াত। হরতাল চলাকালে শহরের রহমতগঞ্জ সুতাকল এলাকায় জামায়াতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও পুলিশের দুইটি পিকআপভ্যান ভাঙচুর করে। এ সময় সিরাজগঞ্জ সদর থানার এসআই আব্দুল লতিফ, এসআই আফজাল হোসেন ও কনস্টেবল তৌহিদ আহত হয়। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিকুল ইসলাম বাদী হয়ে জামায়াতের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলা (মামলা নং জিআর ৩৪৯/১৩) করেন। এই মামলায় জামায়াতের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে বুধবার দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ অভিযোগ গঠন করেন। এসএস/এমএস