দেশজুড়ে

লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন

লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা ছাত্রদলের আট সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন এ কমিটির অনুমোদন দেন। জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আমির হোসেন রাজু সভাপতি, আবদুর রশিদ মোল­া সিনিয়র সহ-সভাপতি, আবদুল মজিদ সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ যুগ্ম-সাধারণ সম্পাদক, হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক, বাপ্পি আলম প্রচার সম্পাদক, মিজানুর রহমান দফতর সম্পাদক ও শাহ আমান উল্যাহ দ্রুবকে ক্রীড়া সম্পাদক মনোনীত করা হয়েছে। জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে পূর্ব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতারা সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখবেন। কাজল কায়েস/এআরএ/এবিএস