দেশজুড়ে

লামায় ৭৮ হাজার লিটার চোলাই মদ জব্দ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে ৭৮ হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র‌্যাব। বুধবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।কক্সবাজার র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শরাফত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আজিজনগর ইউনিয়নের উপজাতি হেডম্যান পাড়ায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বাড়ি থেকে ৭৮ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এসব বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ব বিদ্যাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সৈকত দাশ/এআরএ/আরআইপি