জয়পুরহাটের নারায়ণপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একরাম হোসেন (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ওই শিক্ষক নওগাঁ জেলার নজিপুর এলাকার মোবারক হোসেনের ছেলে এবং নারায়ণপাড়া এলাকার একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই শিক্ষক মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি নওগাঁর নজিপুর যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।রাশেদুজ্জামান/এসএস/আরআইপি