চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুইটি অভিযানে পাঁচ লাখ ভারতীয় জাল রুপি ও অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বিজিবি ও র্যাব।আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা গ্রামের কসিম উদ্দীনের ছেলে মো. লালবর (৩৭), গঙ্গারামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে সুমন রেজা (৩০) ও চার রশিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (২৬)।বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার আটরশিয়া এলাকায় অভিযান চালিয়ে লালবর ও সুমনকে আটক করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। অন্যদিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি মো. নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি আম বাগান থেকে একটি পিস্তুল, দুইটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড পিস্তুলের গুলিসহ শরিফুল ইসলামকে আটক করে র্যাব।মোহা. আব্দুলাহ/এআরএ/পিআর