কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ফুলবাড়ী সদর, কাশিপুর এবং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। দাসিয়ারছড়াকে বিভক্ত না করে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন স্থগিত করেন। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের ‘ল’ ফার্ম হান্নান অ্যান্ড পার্টনারসের আইনজীবী অ্যাড. নিগার সুলতানা (চেম্বার রুম নং.১২৮ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন, রমনা ঢাকা-১০০০) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় আন্দোলনের সভাপতি বাংলাদেশ ইউনিট ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক।মামলার বাদী মইনুল হক বলেন, সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিশেষ আদালতের (রিট পিটিশন নং.৮৬৫৯ অফ ২০১৬, আদেশ নং-৪৪ ডি এল আর (এডি) ২১৯ তাং ১৩-১০-২০১৬) বরাত দিয়ে চিঠিতে বলা হয় মামলার বাদী উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। এতে উচ্চ আদালতে বিচারপতি রেজাউল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের যৌথ বেঞ্চ বিষয়টি আমলে নিয়ে দুই মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন। রিট আবেদনে দাসিয়ারছড়াকে ছয় ভাগে বিভক্ত করে তিন ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করা হয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো আদেশ এখন পর্যন্ত পাননি বলে জানান। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।নির্বাচন স্থগিত করা প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার জানান, অফিসিয়ালভাবে সন্ধ্যা পর্যন্ত কোনো কাগজ পাইনি। তবে হাইকোর্ট থেকে ফুলবাড়ীর তিনটি ইউনিয়ন স্থগিত করার কথা শুনতে পেয়েছি।নাজমুল হোসেন/এআরএ/পিআর