মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বড় দীঘিরপাড় গ্রামে নিজ বাসায় মিতু বেগমকে (৩০) কুপিয়ে হত্যা করেছে স্বামী। শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী ভ্যানচালক মো. মিন্টুকে (৪০) আটক করেছে পুলিশ।মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থল নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বামী ভ্যানচালক মো. মিন্টুকে (৪০) আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রনয় মান্না দাস জানান, সকাল ৬টার দিকে মৃত অবস্থায় মিতুকে নিয়ে আসে স্বজনরা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরক্ত রক্তক্ষরণের কারণে তার মুত্য হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এফএ/পিআর