দেশজুড়ে

মানিকগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে ইব্রাহিম খাঁ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি গ্রামের একটি কাঠবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।ইব্রাহিম বাইলজুরি গ্রামের চান খার ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।ইব্রাহিমের স্ত্রী হ্যাপী বেগম জানান, শুক্রবার রাত ৮টার দিকে ফোন করে কে যেন তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর সে রাতে বাড়ি ফিরেনি। সকালে প্রথমে বাড়ির পাশের একটি ডোবায় তার পড়নের লুঙ্গি পড়ে থাকতে দেখি। এর অদূরে কাঠ বাগানে তার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থোকে মামলার প্রস্ততি চলছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।বি.এম খোরশেদ/এসএস/এমএস