দেশজুড়ে

শাহজাদপুরে মাদকসহ আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ফেনসিডিল, ইয়াবা ও মোটরসাইকেলসহ আশরাফুল আলম ডলার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। শনিবার রাতে উপজেলার নুকালী উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে আশরাফুল আলমকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আশরাফুল শাহজাদপুর উপজেলার নুকালী উত্তরপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে। স্পেশাল কোম্পানি র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের পুলিশ পরিদর্শক রবীন্দ্রনাথ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুকালী উত্তর পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আশরাফুল আলমকে আটক করা হয়। এ সময় ২১ বোতল ফেনসিডিল, ২৩৪ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে। এসএস/এমএস