সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় টাঙ্গাইলে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য।দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকায় জেলার নেতাকর্মীরা একটু হত্যাশার মধ্যে বিরাজ করছিলেন। কিন্তু বর্তমানে তাদের আনন্দের সীমা নেই। ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার খবরে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। একই সঙ্গে তারা দলের সভানেত্রী শেখ হাসিনাসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ইতিপূর্বে টাঙ্গাইলের প্রথম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আবদুল লতিফ সিদ্দিকী। আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস