লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সোমবার সকালে পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্ট এলাকার আমানত উল্লাহর ছেলে মসজিদের ঈমাম দেলোয়ার হোসেন (২৫), একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে লাবিব (৮)। সে মির্জার কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং আব্দুল সাত্তার (২৩) মির্জার কোর্ট এলাকার মালেশিয়া প্রবাসী নজরুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-০১৩৫) মির্জার কোর্ট এলাকায় পৌঁছে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় অপর একজন আহত হয়। গুরুতর আহত আব্দুল সাত্তারকে (২৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এ ঘটনায় এলাকাবাসী ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। রবিউল ইসলঅম/এসএস/এমএস