দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মো. মাহাবুব আলম (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব আলম দিনাজপুর শহরের নিমতলা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।হাসপাতালের ওয়ার্ড বয় মো. মাসুদ জানান, ১৫ অক্টোবর আলসার রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মো. মাহাবুব আলম। হাসপাতালের তৃতীয় তলার শৈল্য বিভাগে ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার রাত ৩টায় তিনি বারান্দায় আসেন। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে থাকার এক পর্যায়ে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়।দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. মো. আমীর আলী জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাহাবুব আলম মাদকাসক্ত ছিলেন। এ ব্যাপারে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে।এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রাতে তার স্ত্রী পাশেই ঘুমিয়ে ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।এমদাদুল হক মিলন/এফএ/এমএস