দেশজুড়ে

শরীয়তপুর জাজিরা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শরীয়তপুরে জাজিরা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। কলেজ জাতীয়করণের দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক মানববন্ধনে কলেজের ছাত্র-ছাত্রীরা এ ঘোষণা দেন। মানববন্ধনে কলেজের পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিবাবকসহ এলাকার জনগণ অংশ নেন।এসময় কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, জাজিরা ডিগ্রি কলেজটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি ভাল ফলাফল করে আসছে। ২০০১ সালের ডিগ্রি পাস পরীক্ষায় এ কলেজ বাংলাদেশের মধ্যে প্রথম বিভাগে প্রথম স্থান লাভ করে। তাই জরুরি ভিত্তিতে কলেজটিকে জাতীয়করণ করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। মানববন্ধন শেষে শেষে এতে অংশগ্রহণকারীরা একটি মিছিল বের করে জাজিরা শহর প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।ছগির হোসেন/এফএ/আরআইপি