দেশজুড়ে

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত শরীয়তপুরের প্রার্থীরা

অনেক জল্পনা-কল্পনার অবসান শেষে শরীয়তপুরের পাঁচটি ইউনিয়ন পরিষদে পাঁচদিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থগিত এসব ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল গত মার্চ থেকে জুনে।এখানে চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট শরীয়তপুরের পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর প্রতীক দেখে নয় বরং সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা ভাবছেন সাধারণ ভোটাররা। গ্রামগঞ্জের বাড়ি, হাট-বাজারসহ রাস্তার মাথার উপর ঝুলছে প্রার্থীদের সাদা-কালো ব্যানার-পোস্টার। কাপড় এবং কাগজের তৈরি বড় বড় নৌকা দেখা যায় ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে।নির্বাচনকে ঘিরে শরীয়তপুরের পাঁচটি ইউনিয়ন পরিষদে আনন্দের উৎসব চলছে। প্রার্থীদের কাছে দোয়া আর নিজের জন্য ভোট চাইছেন। দিচ্ছেন এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যালয় প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের নানান প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগে আছে একাধিক বিদ্রোহী প্রার্থী। তবে বিএনপির একাধিক প্রার্থী নেই। এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনার শেষ নেই। সেক্ষেত্রে উঠান বৈঠক হতে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই একই আলোচনা কে হচ্ছেন এবার চেয়ারম্যান, কে হবেন মেম্বার। তবে মার্কা নয়, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এমন যোগ্য ও সৎ ব্যক্তিকেই নির্বাচিত করার কথা ভাবছেন সাধারণ ভোটাররা।জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, স্থগিত পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ৩১ অক্টোবর। আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।উল্লেখ্য, শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও, নড়িয়া উপজেলার নশাসন এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত মার্চ থেকে জুনে হওয়ার কথা থাকলেও স্থগিত করে দেন জেলা নির্বাচন কর্মকর্তা। আর গোসাইরহাট উপজেলার আলাওলপুর ও কুচাইপট্রি ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন মামলা জটিলতার কারণে ১৭ বছর স্থগিত থাকে। ছগির হোসেন/এসএস/এমএস