সিরাজগঞ্জ আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা সভাপতিসহ ১০ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় মঙ্গলবার দুপুর ১২টায় তাদের সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে হাজিরা শেষে আদালতের বিচারক কোহিনুর আরজুমান ও নজরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এরা হলেন- জেএমবির সিরাজগঞ্জ জেলা সভাপতি (শায়েখ) জয়নাল আবেদীন (৪৫), কোষাধ্যক্ষ আবু বকর (৪০), সদস্য ইমরান হোসেন (১৮), বোরহান উদ্দিন (২২) লিয়াকত উল্লাহ (৩৮), বরকতুল্লাহ (৩০), সানাউল্লাহ (৪৮), ইসরাফিল (২৪), রুহুল আমীন (৩২), আলমাস (৩০)। উলেখ্য, গত ১ ও ২১ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা থানায় পৃথক অভিযান চালিয়ে জেএমবির জেলা সভাপতিসহ (শায়েখ) ১০ সদস্যকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এ সময় তাদের কাজ থেকে জিহাদি বই, তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গা থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক মামলা করা হয়। মঙ্গলবার এ দুটি মামলায় হাজিরা দিতে জেএমবির সদস্যদের আদালতে আনা হয়। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এসএস/পিআর