দেশজুড়ে

সিরাজগঞ্জে ২ লাখ টাকার হেরোইনসহ নারী আটক

সিরাজগঞ্জে মাদক পল্লীখ্যাত মাহমুদপুর মহল্লা থেকে রুবি খাতুন (২৬) নামে এক নারীকে ২ লাখ টাকার হেরোইনসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। সোমবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২ নং গলিতে অভিযান চালিয়ে হেরোইনসহ রুবি খাতুনকে আটক করা হয়। আটক মোছা. রুবি খাতুন পৌর এলাকার মাহমুদপুর ২ নং গলির শামীম হোসেনের স্ত্রী।মঙ্গলবার দুপুরে স্পেশাল কোম্পানি র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মো. ইলিয়াস আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ২ নং গলির রুবি খাতুনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ গ্রাম হেরোইন, একটি মোবাইলফোনসহ হাতেনাতে তাকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের মূল্য ২ লাখ টাকা। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে। এসএস/পিআর