আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডল

পৃথিবীতে বায়ুমণ্ডলের গুরুত্ব অনেক। পরিবেশের সাথে এর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ফলে জনজীবনের সাথেও এর একটা নিবিড় যোগসূত্র রয়েছে। তাই ‘বায়ুমণ্ডল’ নিয়ে আজকের আয়োজন-১. প্রশ্ন : বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?উত্তর : আয়নোস্ফিয়ার।২. প্রশ্ন : বাতাসে মিথেনের পরিমাণ কত?উত্তর : ০.০০০০২%।৩. প্রশ্ন : বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?উত্তর : ৭৮.০২%।৪. প্রশ্ন : বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-উত্তর : ক্লেরোফ্লোরো কার্বন।৫. প্রশ্ন : আয়তন অনুযায়ী বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?উত্তর : ২১%।৬. প্রশ্ন : বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় কোনটি?উত্তর : নাইট্রোজেন।৭. প্রশ্ন : বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?উত্তর : ২০.৯৯%।৮. প্রশ্ন : বায়ুর উপাদান নয় কি?উত্তর : হাইড্রোজেন।৯. প্রশ্ন : নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?উত্তর : বায়ুমণ্ডল।১০. প্রশ্ন : পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?উত্তর : আর্লিবাড হল।১১. প্রশ্ন : বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম-উত্তর : স্ট্রাটোমণ্ডল।১২. প্রশ্ন : বায়ুর কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?উত্তর : ০.০৩৫%।১৩. প্রশ্ন : কোনটি বায়ুর উপাদান নয়?উত্তর : ফসফরাস।১৪. প্রশ্ন : বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজন?উত্তর : অক্সিজেন।১৫. প্রশ্ন : ভূপৃষ্ঠের নিকটমত বায়ুস্তরকে কী বলা হয়?উত্তর : ট্রপোস্ফিয়ার।১৬. প্রশ্ন : বায়ুমণ্ডলের স্তর কয়টি?উত্তর : ৪টি।১৭. প্রশ্ন : বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-উত্তর : আয়নোস্ফিয়ার।১৮. প্রশ্ন : বায়ুর প্রধান দু’টি উপাদান হলো-উত্তর : অক্সিজেন ও নাইট্রোজেন।১৯. প্রশ্ন : উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-উত্তর : আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে।২০. প্রশ্ন : ওজোনস্তরের ফাটলের জন্য দায়ী কোন গ্যাস?উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন।এসইউ/পিআর