দেশজুড়ে

পাবনায় সহপাঠীর লাথিতে শিক্ষার্থীর মৃত্যু

পাবনা সদর উপজেলার দোগাছিতে শ্রেণিকক্ষে সহপাঠীর লাথিতে সজিব হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে দোগাছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠী একই উপজেলার দ্বীপচর গ্রামের হাবি সরদারের ছেলে খায়রুল ইসলামকে (১৩) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।নিহত সজিব উপজেলার দোগাছি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আসাদ হোসেনের ছেলে। দোগাছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন জানান, দুপুরে শ্রেণিকক্ষে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী সজিব ও খায়রুল। এসময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষক ছিলেন না। তর্কাতর্কির এক পর্যায়ে খায়রুল অসাবধানতাবশত তার সহপাঠী সজিবকে লাথি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সজিব। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষার্থী খায়রুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।একে জামান/এফএ/এবিএস