আসন্ন ইউপি নির্বাচনে প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে মাগুরার মহম্মদপুর সদর। পোস্টার, ব্যানার, লিফলেটে ছেঁয়ে গেছে মহম্মদপুর এলাকার রাস্তা ঘাট, বিপণী বিতান ও পাড়া মহল্লার অলিগলি। পাশাপাশি প্রার্থীদের মাইক প্রচার চলছে সর্বত্র। উঠান বৈঠক, গণ-সংযোগ, কর্মী সমাবেশসহ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন লাভের চেষ্টা করছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। চায়ের দোকানে নানা আলোচনা সমালোচনা চলছে এ নির্বাচন নিয়ে।আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আবুল হোসেন মোল্যা, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মো. মিজানুর রহমান ও জাতীয় পার্টি থেকে মো. আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মো. ইকবাল আখতার ঘোড়া প্রতীক ও বর্তমান চেয়ারম্যান মো. আখতারুজ্জামান আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত ৪টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন।মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জাগো নিউজকে জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, এ নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৪২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৩ জন ও নারী ভোটার ৯ হাজার ৩৪৮ জন। মোট ভোটকেন্দ্র ৯টি।উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০১৬ এ অনুষ্ঠিতব্য চতুর্থ পর্যায়ের নির্বাচনী তফসিল থেকে মাগুরার মহম্মদপুর উপজেলার ৬ নং মহম্মদপুর ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশকরণ প্রসঙ্গে ২০ এপ্রিল ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪০.১৬-১৯০ নং স্মারকে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট ডিভিশন নং ৩৫৫৪/২০১৬ এর বিগত ১১ এপ্রিল আদেশের তারিখ হতে তিন মাসের জন্য উল্লেখিত দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে ৭ মে অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর সদর ইউপির নির্বাচন স্থগিত হয়ে যায়।আরাফাত হোসেন/এসএস/পিআর