শরীয়তপুর জেলা মৎস্য অফিসের ফ্রিজে মা ইলিশ পাওয়া গেছে। এ ঘটনায় অফিসের গাড়ির চালক আবুল হাসেমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মত্স্য অফিস ও স্থানীয়রা জানান, সরকার মা ইলিশ রক্ষার জন্য মৎস্য বিভাগকে কঠিন নির্দেশ দিয়েছেন। কিন্তু জেলেদের থেকে জব্দ করা ইলিশ মাছ বেশ কিছু দিন ধরে জেলা মৎস্য অফিসের কিছু অসাধু কর্মকর্তারা অফিসে এনে সংরক্ষণ শুরু করেছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সংবাদকর্মীরা মত্স্য অফিসের ফ্রিজে মা ইলিশ মাছ দেখে জেলা প্রশাসককে জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহারিয়ার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অফিসের গাড়ির চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এ ঘটনার সত্যতা শিকার করেছেন। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আমার ফ্রিজে ইলিশ মাছ রেখেছে আমার চালক আবুল হোসেন। আমি রাখিনি।ছগির হোসেন/এসএস/পিআর