টাঙ্গাইলে দুই হাজার বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।বুধবার সকালে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ঢাকাগামী দুটি পাথরবাহী ট্রাকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, ঢাকা জেলার দারুস সালাম উপজেলার দিয়াবাড়ি এলাকার আব্দুল হাকিমের ছেলে মাহমুদুল হাসান পিয়াস (৩৮), একই জেলার সাভার উপজেলার বেগুনবাড়ি এলাকার মরহুম আমজাদ হাজির ছেলে খোরশেদ আলম (২৫), পাবনা জেলার বেড়া উপজেলার শিবপুর গ্রামের মোশারফ শেখের ছেলে ইকবাল শেখ ও পাবনা সদর উপজেলার কাঁচপাড়া মনোহরপুর গ্রামের শেখ মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে হারুন অর রশিদ (৩৩)।র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী সোমবার দুপুরে টাঙ্গাইল র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী দুটি পাথরবাহী ট্রাক থেকে এক হাজার ৯৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।ফেনসিডিল পরিবহন করা (মেট্রো-ট-১৬-৩২০৮) ট্রাকের সিটের নিচে ২৫০ বোতল ও ড্রাইভিং সিটের উপর অংশের একটি বক্সে ৭৩৬ বোতলসহ মোট ৯৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রাকচালকের তথ্যমতে সকাল ১০টায় (পাবনা-ট-১১-০১৫৪) অপর ট্রাক থেকে একই কায়দায় রাখা ৯৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক দ্রব্য পাচারে লিপ্ত দুটি ট্রাক আটক করাসহ ১৮ হাজার ১৫৯ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি