সিরাজগঞ্জের চৌহালীতে পানিতে ডুবে সুমাইয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া চৌহালী উপজেলার খাসপুকুরিয়অ ইউনিয়নের কোদালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।নিহত সুমাইয়ার মামা ওমর ফারুক জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুদের সঙ্গে খেলা করছিলো সুমাইয়া। খেলতে খেলতে সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে বিকেলে প্রতিবেশিরা শিশুটিকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়।খবর পেয়ে পুকুর থেকে সুমাইয়াকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এস. এম আব্দুলাহ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন। এএম/আরআইপি