অতিথিদের আমন্ত্রণ জানানো বা চা পানের ব্যবস্থা করার মতো কাজ কারো স্বপ্নের কাজ নাও হতে পারে। কিন্তু যে পদে থাকলে এ রকম কাজ করতে হয় সেই ‘রিসিপশনিস্ট’ পদের জন্য চীনে আবেদন করেছেন প্রায় ১০ হাজার ব্যক্তি। তাও মাত্র একটি পদের জন্য এতজন আবেদন করেছেন।সম্প্রতি চীনে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে, ‘চীন ডেমোক্রেট লিগ’ এর ‘পাবলিক রিসিপশন স্টাফ’ পদে সর্বোচ্চ ৯হাজার ৮৩৭টি আবেদন পত্র জমা পড়েছে।চীন ডেমোক্রেট লিগ নামের এই দলটি দেশটির সংখ্যালঘু রাজনৈতিক দল। দলটির ক্ষমতাও খুব বেশি নয়। এমনকি দেশটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও খুব কমই এই দলটির উপস্থিতি দেখা যায়।তাহলে কেন এত মানুষ দলটির এই রিসিপশনিস্ট পদের জন্য আবেদন করলো? চীনে প্রতি বছর দুর্নীতি দমনবিরোধী অভিযানের কারণে দেশটির সরকার বিভিন্ন চাকরিতে অনেক বেশি যোগ্যতা ও অভিজ্ঞতা চাইছে।দেশটির সিভিল সার্ভিস বিভাগের কর্মকর্তা লি ঝং পিপলস ডেইলিকে জানান, চাকরির অনেক পদ রয়েছে যেগুলো অনেকের কাছে পছন্দের হলেও খুব বেশি যোগ্যতা চাওয়ার কারণে তাতে অনেকেই আবেদনই করতে পারছে না। সেই তুলনায় যে পদগুলোতে কম যোগ্যতা চাওয়া হয়েছে, সেখানেই বেশি আবেদন করছেন চাকরি প্রার্থীরা।এসআইএস/এবিএস