মাগুরা জেলার শালিখা উপজেলার সিমাখালি বাজারে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তিন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ওসির গাড়ি ভাঙচুর ও দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টার দিকে সিমাখালী বাজারে এ ঘটনা ঘটে।মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শনিবার বিকেল ৫টার দিকে সিমাখালী বাজারে যুবদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে ইটপাটকেল ছুড়লে পুলিশ তিন রাউন্ট চাইনিজ রাইফেল এবং ৪ রাউন্ড সর্টগানের গুলি করে। এ সময় দুবৃত্তরা ওসির গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।জানা যায়, শালিখা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনা সর্দার এর নেতৃত্বে সিমাখালী জনতা ব্যাংকের সামনে থেকে ৭/৮শত বিএনপি নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ওসি বিপ্লব কুমারের নেতৃত্বে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।আরএস/আরআই