চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সাত লাখ জাল রুপিসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকা থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক সুমন আলী (২৮) উপজেলার কলাবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে। র্যাব-৫ ক্যাম্পের কর্মকর্তা এএসপি নুরে আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ধোপপুকুর এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় সাত লাখ জাল রুপি উদ্ধার করা হয়।Man held with fake Indian currency in C’nawabganj মোহা. আব্দুল্লাহ/এএম/পিআর