দস্যুতা ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা সেই জলদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্যের মধ্যে ১১ জনকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলুল হক জামিন মঞ্জুর করলে বৃহস্পতিবার তারা বাগেরহাট কারাগার থেকে মুক্তি পান। তবে একাধিক মামলা থাকায় আলম বাহিনীর প্রধান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মো. আকবর সরদারের ছেলে মো. আলম সরদার (৩৪), শান্ত বাহিনীর সদস্য মোড়েলগঞ্জের গাবতলা গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে দুলাল মোল্লা ভান্ডারি (৪০), বাগেরহাটের কচুয়া উপজেলার বড় আন্দামানিক বগা গ্রামের মকবুল হোসেন মোল্লার ছেলে আনিছুর রহমান মোল্লাকে (৩৫) জামিন দেয়া হয়নি। জামিনে মুক্তিপ্রাপ্তরা হলেন- জলদস্যু শান্ত বাহিনীর প্রধান আব্দুল বারেক তালুকদার শান্ত (৪৫), মনির হাওলাদার (৪৫), মো. ফরিদ হাওলাদার (২৬), বশির আহমেদ শেখ (৪৭), মোস্তফা শেখ (৪৬), ফরিদ গাজী (৩৮), নুরুল ইসলাম শেখ (৪৪), মো. খোরশেদ শেখ (৫২), মো. আসাদুজ্জামান (১৮), মো. হালিম গাজী (২৬) ও মো. আবু বক্কর সিদ্দিক গাজী (২৭)।গত ৭ সেপ্টেম্বর ২০টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ২০ রাউন্ড গুলি জমা দিয়ে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন তারা। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।এএম/এবিএস