দেশজুড়ে

বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শফিকুল ইসলাম স্বপন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চেয়ারম্যানকে উদ্ধার করে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপন দড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বাবু নামে এক যুবক মোটরসাইকেলযোগে তার দুই সহযোগীকে নিয়ে ইউপি চেয়ারম্যান স্বপনের বাড়িতে আসেন। তবে বাবু একাই স্বপনের ঘরের ড্রয়িং রুমে প্রবেশ করে তার সঙ্গে মিনিট দুয়েক কথা বলেন। কথা বলার এক পর্যায়ে বাবু স্বপনকে গুলি করে পালিয়ে যান। ওসি আরও জানান, হামলাকারী বাবুসহ তার ওই দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর