দেশজুড়ে

এই না হলে ইউপি সদস্য

ইউনিয়ন পরিষদের সদস্যের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় এক গৃহবধূর মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে (গুলি আউলিয়াপুর) বৃহস্পতিবার সকালে  এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুলি আউলিয়াপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম হাওলাদারের স্ত্রী নয়ন তারা জানান, খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিডি) তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুমন হাওলাদার কয়েক মাস আগে তার কাছে এক হাজার ৫০০ টাকা নেন। ধারকর্জ করে ইউপি সদস্য দেয়া টাকায় ভিজিডি সুবিধা না পাওয়ায় হতাশ হয়ে পড়েন নয়ন তারা। এ কারণে সম্প্রতি কয়েকদিন ধরে নয়নতারা ওই টাকা ফেরত চান ইউপি সদস্য সুমনের কাছে। কিন্তু সুমন দেই, দিবো বলে টাকা না দিয়ে হয়রানি করেন। অভাবি নয়ন তারা বৃহস্পতিবার সকালে সুমনের বাড়ি গিয়ে টাকা ফেরত চাইলে সুমন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা আঘাত করে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে রড় দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। তখন তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন নয়ন তারা। পরে স্থানীয়রা নয়নতারাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার বলেন, এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে ভিজিডি সংক্রান্ত কোনো সভা হয়নি। সুমন মেম্বার কেন? কি জন্য টাকা নিয়েছে তা আমি জানি না। আর নয়নতারাকে মারধরের বিষয়টিও আমার জানা নেই।ইউপি সদস্য সুমন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন বলেন, বিষয়টি শুনেছি, ভুক্তভোগী যদি লিখিত অভিযোগ করে, তাহলে ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এআরএ/এমএস