দিনাজপুরের ফুলবাড়িতে বাবার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় মাদকাসক্ত ছেলে রেজানুজ্জামান সোহাগকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নবাবগঞ্জ উপজেলার উত্তর সাহাবাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজানুজ্জামান সোহাগ ফুলবাড়ি উপজেলার স্বজনপুকুর গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের ছেলে।ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেজানুজ্জামান সোহাগ গত বুধবার বিকেলে নেশার টাকা না পেয়ে তার বাবা ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম মঞ্জুর ওপর হামলা করে। এই ঘটনায় রফিকুল ইসলাম মঞ্জুর শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। তার ডান হাতের দুটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় রফিকুল ইসলাম মঞ্জুর ছোট ছেলে রায়হানুর ইসলাম সাগর বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।মামলার সূত্র ধরে বৃহস্পতিবার মধ্যরাতে পনবাবগঞ্জ উপজেলার উত্তর সাহাবাজপুর গ্রাম থেকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দের সহযোগিতায় ফুলবাড়ি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ওসি মোকসেদ আলী।এমদাদুল হক মিলন/এএম/এমএস