ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নম ব্রহ্মন (২৭) ও সুব্রত ব্রহ্মন (২৫) নামে দুই নির্মাণ শ্রমিকের মুত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের একরামুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। নম বহ্মন মধুপুর গ্রামের নুনু বহ্মনের ছেলে ও সুব্রতর বাড়ি আজেরামপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একরামুল হক বাড়িতে নির্মাণ কাজে যোগ দেয় ওই দুই শ্রমিক। এক পর্যায়ে বাড়ির ছাদে থাকা পানির ট্যাঙ্ক সরাতে গিয়ে নম ব্রহ্মন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে সুব্রতও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রবিউল এহসান রিপন/এআরএ/এমএস