দেশজুড়ে

সীমান্তের কাঁটাতার কাটার সন্দেহে দুই যুবক গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেরা কাঁটাতার কাটার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার রাত সাড়ে  ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মসলেম উদ্দিন (২৪) ফুলবাড়ী উপজেলার স্বরসতিপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও সেরাজুল ইসলাম (২৬) সাহাপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।এই ঘটনায় শুক্রবার সকাল ১০টায়, রুদ্রানী বিওপি ক্যাম্প ইনচার্জ হাবিলদার রেজাউল করিম বাদী হয়ে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে চালান দেয়া হয়েছে।  মামলার বাদী হাবিলদার রেজাউল করিম বলেন, আটকরা ধারালো কাঁচি নিয়ে সীমান্তে কাঁটাতার কাটার উদ্দেশ্যে যাওয়ার পথে তাদেরকে জগন্নাথপুর মোড়ে আটক করা হয়। এ সময় কাঁটাতার কাটার একটি ধারালো কাঁচি ও তাদের মোটরসাইকেল জব্দ করা হয়।ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে।এমদাদুল হক মিলন/এএম/এমএস