রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার ৩নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসের আগামী ৩১ শে অক্টোবর।চলতি বছরের ১২ আগস্ট আওয়ামীলীগ থেকে মনোনীত চেয়ারম্যান শের আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। এর পর থেকেই শুরু হয় এই পদটি নিয়ে উপ-নির্বাচনের প্রস্তুতি।উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রয়াত ইউপি চেয়ারম্যান শের আলীর স্ত্রী মোছা. হালিমা বেগম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ও জাসদ মনোনীত প্রার্থী আবু হাসেম শেখ মশাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।উপ-নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোর থেকে মধ্যে রাত পর্যন্ত প্রার্থীদের ভক্ত ও সমর্থকরা চালিয়ে যাচ্ছেন তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা। দুই প্রার্থীর প্রচারণায় সর-গরম হয়ে উঠছে বোয়ালিয়া ইউনিয়নের রাস্তা-ঘাট, দোকান-পাট, বাড়ি, ঘর অফিস ইত্যাদি। সেই সঙ্গে একই আলোচনা কে হচ্ছেন বোয়ালিয়া ইউনিয়নের আগামীদিনের কর্ণধার। তাছাড়া দুজন প্রার্থী ও তাদের সমর্থকরা সাধারণ ভোটার ও এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. হালিমা বেগম জানান, তার স্বামী শের আলী চলতি বছরের গত ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে জনগণের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। কিন্তু হঠাৎ করে গত ১২ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বামীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার জন্য ইউনিয়নের সাধারণ জনগণের ভালোবাসায় ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি এই উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। জনগণের ভালবাসায় এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশাবাদী তিনি। অপরদিকে জাসদ মনোনীত প্রার্থী আবু হাসেম শেখ জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তিনি মশাল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন এবং নিঃস্বার্থভাবে ইউনিয়নের জনগণ ও তাদের উন্নয়নে কাজ করে যাবেন।কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, চলতি মাসের ৩১ অক্টোবর কালুখালীর ৩নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। নির্বাচনে বোয়ালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১৬ হাজার ১৪৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের দিন ৯টি ভোট কেন্দ্রের ৪২টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনে নিরাপত্তায় বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে বলেও জানান তিনি।রুবেলুর রহমান/এএম/এমএস