দেশজুড়ে

মহিষ প্রজনন খামারের কোনো ক্ষতি হবে না : ড. মসিউর

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যদিয়েই খুলনা-মংলা রেললাইন গেলে তাতে খামারের কোনো ক্ষতি হবে না। আর এর জন্য বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করার কোনো প্রয়োজন হবে না।   শনিবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগস্থ দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যদিয়ে রেললাইন নির্মাণের অ্যালাইনমেন্ট পরির্দশন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যদিয়ে রেললাইন নির্মাণ করা হলে তাতে খামারের কয়েকটি সেড সরাতে হবে। সেই সেডগুলি খামারের উত্তর ও পশ্চিম কর্নার দিলে তাতে খামারের বা জমির মালিকদের কারোই ক্ষতি হবে না।তিনি আরো বলেন, খুলনা-মংলা রেললাইন চালু করা হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়িত হবে। তাই যাতে কারো কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে খামারের মধ্যদিয়ে রেললাইন নির্মাণ করার জন্য সরকারের কাছে সুপারেশ করবেন বলে স্থানীয় সংবাদ কর্মীদের জানান তিনি। সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যদিয়ে খুলনা-মোংলা পোর্ট রেললাইন নির্মাণের অ্যালাইনমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে এর কাজের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্ঠা ড. মশিউর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল সরেজমিন পরিদর্শনে আসেন। সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, বাগেরহাট-৪ আসনের সাংসদ সদস্য আব্দুল খালেক তালুকদার, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক মো. আমজাদ হোসেন প্রমুখ।শওকত আলী বাবু/এআরএ/আরআইপি