দেশজুড়ে

আ.লীগের উপদেষ্টা পরিষদে রুহুল হক : সাতক্ষীরায় আনন্দ মিছিল

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এসে মিষ্টি বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।এ সময় জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম রানা, যুবলীগ নেতা শেখ শফিক উদ্দীন শফি, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহ নেওয়াজ, ফিংড়ী ইউপি সদস্য মহাদেব বাবু, মিজানুর রহমান, অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, খাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের নেতৃত্বে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ডা. আ ফ ম রুহুল হক এমপিকে আবার মন্ত্রী কারার দাবি জানান। জেডএ/এমএস