পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ বাতিলসহ আজ রাঙামাটিতে অনুষ্ঠেয় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে পাহাড়ে আন্দোলনরত পাঁচ বাঙালি সংগঠনের খাগড়াছড়ি ও রাঙামাটিতে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে।অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছড়ে যায়নি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়কের সব ধরনের যান চলাচল। তবে পুলিশি পাহারায় সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আমা নৈশকোচগুলো খাগড়াছড়ি শহরে প্রবেশ করতে দেখা গেছে। অবরোধকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরের প্রতিটি মোড়ে পুলিশ সদস্যদের সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে।এদিকে, অবরোধ সমর্থনে সকাল ৮টার দিকে খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন এর নেতৃত্বে একটি মিছিল বের করে চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়।এসময় সংক্ষিপ্ত সমাবেশে মো. মাঈন উদ্দিন বলেন, কমিশনের অাজকের বৈঠক বাতিল করাসহ অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধিত আইন ২০১৬ বাতিল করতে হবে। দাবি না মানলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস