দেশজুড়ে

নড়াইলে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং নিজাম উদ্দিন খান নিলুকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়েছে।রোববার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ এবং প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সম্মেলনে প্রধানবক্তা ছিলেন বিএম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি ছিলেন মন্নুজান সুফিয়ান এমপি, এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এস কে আবু বাকের, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা শ্যামল দাশ টিটু, আ.লীগ নেতা ফজলুর রহমান জিন্নাহ, গোলাম নবী, সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, হাসানুজ্জামান হাসান, নিজাম উদ্দীন খান নিলু, অচিন চক্রবর্তী, নড়াইল পৌরমেয়র মোস্তফা কামাল, যশোর জেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, লোহাগড়া উপজেলা আ.লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, আ.লীগ নেতা ও কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান, কালিয়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।উল্লেখ্য যে, ২০১৪ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় নেতৃবৃন্দ ঢাকায় চলে যান। প্রায় এক বছর পর ২০১৫ সালে  অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।এমএএস/পিআর