দেশজুড়ে

রাজবাড়ীতে ২৫ জেলের দণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ ধরার অপরাধে ২৫ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অথবা ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত পদ্মায় আটক এসব জেলেদের আজ রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জার গিফারী (ভূমি) এর আদালত মৎস সংরক্ষণ আইনে এ দণ্ড দেন।অভিযানের সময় পুলিশের সহায়তায় ২০ হাজার মিটার জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করেন সদর উপজেলা মৎস অধিদফতরের কর্মকর্তারা। জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।রুবেলুর রহমান/এফএ/আরআইপি