রাজনীতি

বেবী নাজনীনকে ছেড়ে দিল পুলিশ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে ব্লাক ডায়মন্ড খ্যাত কণ্ঠ শিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে গুলশান থানার পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে রাত ৭টা ৪০ মিনিটে তাকে আটক করা হয়। এসময় তিনি খাবার নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় গুলশান থানার নারী পুলিশ সদস্যরা তাকে মাইক্রোবাসে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যায়।# কণ্ঠ শিল্পী বেবী নাজনীন আটকএমএএস/আরআই