বিশ্বকাপের মঞ্চে ব্যাট-লড়াই করার সময়টায় মাকে না পেলেও বাবা ও দুই চাচাকে বিশ্বকাপের গ্যালারিতে পাচ্ছেন সাবেক ওয়ানডে অধিনায়ক ও বর্তমান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সবকিছু ঠিকঠাক থাকলে স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডিকেও গ্যালারিতে পাবেন মুশফিক। এছাড়া মা-বাবাকে গ্যালারিতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয়।ছেলে বিশ্বকাপে খেলবে, গ্যালারিতে বসে সেই খেলা উপভোগ করার পাশাপাশি ছেলে ও তার সতীর্থদের উৎসাহ দিতে অস্ট্রেলিয়ায় ছুটছেন বিজয়ের বাবা মো. জামির মিয়া ও মা শাহানা পারভিন। অন্যদিকে, মুশফিকের বাবা মাহবুব হানিফ তার ২ ভাইকে সঙ্গে করে অস্ট্রেলিয়ার বিমানে চড়ছেন রোববার।এই বিষয়ে মুশফিকের বাবা বলেন, ছেলের খেলাগুলো মাঠে বসে না দেখতে পারলে ভাল লাগে না। চেষ্টা করেছিলাম আরও আগে যাওয়ার কিন্তু যেতে পারিনি। ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকায় একটু সমস্যা হয়েছে। আগামী ১৫ তারিখে আমি যাচ্ছি। শুধু আমি নয়। আমার আরও ২ ভাই যাচ্ছে। এছাড়া আমার ছেলের বউ ২৯ তারিখের দিকে যাওয়ার সম্ভাবনা আছে।এদিকে, এনামুল হক বিজয়ের বাবা এবং মা দুজনই শনিবার ঢাকা ছেড়েছেন। যাওয়ার আগে এনামুল হক বিজয়ের বাবা জানান, ছেলের খেলাটা মিস করতে চাই না। ওদের সবার খেলা মাঠে বসে দেখতেই যাচ্ছি। ছেলেকে সাহস দিতে চাই।উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেট খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা এখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। গত মাসের ২৪ তারিখ থেকে তারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপেক্ষ ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে মিশন শুরু করবেন মাশরাফি বিন মর্তুজা ও তার দল।বিশ্বকাপে ১৫ সদস্যের বাংলাদেশ দলে আছেন-মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি এবং তাইজুল ইসলাম।আরএস/পিআর